আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্প ইউনিভার্সিটির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সমঝোতা করতে ২৫ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এ সমঝোতায় রাজি হন ট্রাম্প।
শুক্রবার এ সমঝোতার ঘোষণা দেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নেইডারম্যান। তিনি এ সমঝোতাকে ট্রাম্পের অবস্থান পরিবর্তন এবং ভুক্তভোগীদের বিরাট জয় বলে উল্লেখ করেছেন।
নির্বাচনি প্রচারণার সময় এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন ট্রাম্প এবং মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।
ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষার্থী ট্রাম্পের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিলেন। তাদের অভিযোগ ছিলো, ট্রাম্পের নির্ধারিত পরামর্শকের কাছে মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে ৩৫ হাজার করে ডলার দিয়েছিলেন।
তিনটি মামলায় এ সমঝোতা হয়েছে। দুটি ক্যালিফোর্নিয়ায় এবং একটি নিউ ইয়র্কে। উভয় মামলাই লড়ছেন স্নেইডারম্যান। অবশ্য এ সমঝোতা চূড়ান্ত হতে হলে সান ডিয়েগোর ডিস্ট্রিক্ট জাজ গনজালো কুরিয়েলের অনুমোদন লাগবে। সূত্র: বিবিসি।
১৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম