শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৩০:৩২

ট্রাম্পের নজর এবার কলকাতায়

ট্রাম্পের নজর এবার কলকাতায়

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে এবার ভারতের কলকাতার ওপরে। কলকাতা শহরের নামী রিয়েল এস্টেট সংস্থা ‘ইউনিমার্ক’ গ্রুপের সাথে চুক্তি সম্পন্ন করেছে ডোনাল্ড ট্রাম্পের সংস্থা ‘ট্রাম্প অর্গানাইজেশন’। আবাসনের প্রজেক্টের জন্যই এই চুক্তি। ইউনিমার্কের সাথে পুনেতে দ্বিতীয় প্রজেক্ট নিচ্ছে ট্রাম্পের এই সংস্থা।

‘লাইভমিন্ট’-এ প্রকাশিত খবরে অনুযায়ী, কলকাতার ইএম বাইপাসে মাথা তুলবে ট্রাম্পের সংস্থার এই ফ্যাট। চার লাখ স্কয়ার ফুটজুড়ে হবে এই রেসিডন্সিয়াল প্রজেক্ট।

ট্রাম্প অর্গানাইজেশনের ভারতীয় প্রতিনিধি ‘ত্রিবেকা’র তরফ থেকে ম্যানেজিং পার্টনার কল্পেশ মেহতা জানিয়েছেন, ‘এখনো ডিজাইন স্টেজে রয়েছে এই প্রজেক্ট। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। আগামী বছরে শুরু হবে এই প্রজেক্টের কাজ।’

প্রজেক্টের গোপনীয়তা বজায় রাখতে আর কোনো মন্তব্য করেননি ইউনিমার্কের কর্তারা। অন্য দিকে, পুনেতে দ্বিতীয় প্রজেক্ট শুরু করতে ‘পঞ্চশীল রিয়্যালিটি’র সাথে কথাবার্তা বলছে ট্রাম্পের সংস্থা। পাঁচ লাখ স্কোয়ার ফুটজুড়ে তৈরি হবে চারটি টাওয়ার।

২০১৪ থেকেই পুনেতে খারাদি এলাকায় ওই প্রজেক্টের জন্য কথাবার্তা চলছিল। কিন্তু এখনো পর্যন্ত চুক্তিস্বাক্ষর হয়নি। তবে আগামী বছরের মার্চ মাসে চুক্তি স্বারিত হচ্ছে বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত ভারতে পাঁচটি সংস্থার সাথে কাজ করেছেন ট্রাম্প। মুম্বাই, পুনে, গুরগাঁও-এ দুটো প্রজেক্টের পর এবার কলকাতায়। -কলকাতা২৪।
১৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে