শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ১২:১৮:১৫

একাধিক ধারায় জাকির নায়েকের বিরুদ্ধে মামলা

একাধিক ধারায় জাকির নায়েকের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি চিন্তাবিদ ও পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণার পর এবার তার বিরুদ্ধে মামলা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।

বিভিন্ন ধর্মালম্বী মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক ধারায় এ মামলা করা হয়েছে। মামলার পাশাপাশি আজ শনিবার সকালে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ১০টি জায়গায় তল্লাশিও চালায় গোয়েন্দারা।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পিস টিভিতে প্রচারিত জাকির নায়েকের ভাষণ দেখার পরই এ মামলা করেছে এনআইএ। এফআইয়ারে জাকিরের পাশাপাশি তার  ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। কারণ, পিস টিভিতে মূল অর্থায়ন করা হতো এ সংস্থা থেকে।

জাকির নায়েকের বিরুদ্ধে পুলিশ কেসও আছে। বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন জাকির নায়েক। সম্প্রতি নিজের বাবা মারা গেলেও গ্রেপ্তার এড়াতে ভারতে আসেননি তিনি।
১৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে