 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক: নিজের দেশের নিরাপত্তার কথা চিন্তা করে নতুন অস্ত্র তৈরির দিকে মনোযোগ দিচ্ছে রাশিয়া। বিশ্বব্যাপী নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতেই কৌশলগত কারনেই এই পরিকল্পনা হাতে নিয়েছে রাশিয়া সরকার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লািদমির পুতিনের এক বক্তৃতায় তার সত্যতা মিলেছে।
শুক্রবার কৃষ্ণসাগর তীরবর্তী শহর সোচিতে পদস্থ সেনা কর্মকর্তা ও অস্ত্র প্রস্তুতকারকদের এক সমাবেশের আয়োজন করা হয়। এতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নতুন অস্ত্র তৈরির ঘোষণা দিয়ে বলেন, রাশিয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করে অন্য উন্নত দেশগুলোর সাথে একটা ভারসাম্য তৈরি করবে। যাকে কৌশলগত উল্লেখ করেছেন পুতিন।
রোবোটিক অস্ত্র তৈরির কথা জানিয়ে রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, শব্দের চেয়ে অধিক দ্রুতগামী বাহন লেজার তৈরিরও তাদের পরিকল্পনা রয়েছে।
রাশিয়ার সশস্ত্র বাহিনীকে আরও গতিশীল করার লক্ষ্যে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন করার কথা জানিয়ে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি এমন সব শক্তিকে পরাভূত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
১৯ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস