আন্তর্জাতিক ডেস্ক : পদত্যাগের ঘোষণা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। শুক্রবার তিনি পার্লামেন্টে জানিয়েছেন, তিনি রাষ্ট্রপতি রাম বরণ যাদবের কাছে পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন। কৈরালা বলেন, নতুন প্রধানমন্ত্রীর জন্য পথ তৈরি করে দিতেই তিনি পদত্যাগ করছেন। তিনি চান, অন্য কেউ তার দায়িত্ব গ্রহণ করুক।
২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন নেপালি কংগ্রেস- প্রধান কৈরালা। একই বছরের ১৪ মার্চ ঘোষণা করেন, নতুন সংবিধান পাস হলেই তিনি পদত্যাগ করবেন। নতুন সংবিধান অনুযায়ী দেশটিতে নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে। প্রেসিডেন্ট রাম বরণ যাদব পদত্যাগ করলে কৈরালা প্রেসিডেন্ট পদের জন্য চেষ্টা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান প্রসাদ শর্মা ওলি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন বলে আলোচনা হচ্ছে। সম্প্রতি নেপালে যে নতুন সংবিধান অনুমোদিত হয়েছে, তার মাধ্যমে হিন্দু রাজতন্ত্র থেকে দেশটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়েছে। ফলে নেপাল বিশ্বের একক হিন্দু রাষ্ট্রের খেতাব থেকে বের হয়ে এসেছে। তবে প্রসাদ শর্মা আরো বেশি ভারত-বিরোধী হিসেবে পরিচিত।
নতুন সংবিধান নিয়ে নেপালে বর্তমানে উত্তেজনা চলছে। ভারতীয় বংশোদ্ভূত দুটি গ্রুপ আরো অধিকার আদায়ের জন্য বিক্ষোভ শুরু করলে ভারত নেপালে জ্বালানিসহ সব পন্য সরবরাহ অঘোষিতভাবে বন্ধ করে দিয়েছে। এতে করে ভারতবিরোধী উত্তেজনা আরেক দফা ছড়িয়ে পড়েছে।
১০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/