রবিবার, ২০ নভেম্বর, ২০১৬, ০৬:২০:৩০

মিয়ানমার-চীন সীমান্তে তুমুল লড়াই শুরু

মিয়ানমার-চীন সীমান্তে তুমুল লড়াই শুরু

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের চীন সংলগ্ন সীমান্তে কিছু বিদ্রোহী গ্রুপের সাথে মিয়ানমার সেনাবাহিনীর তুমুল লড়াই চলছে।  খবর বিবিসির।

তাং ন্যাশনাল লিবারেশন আর্মি নামের একটি বিদ্রোহী গ্রুপের সাথে মিয়ানমারের সেনাবাহিনীর দীর্ঘ বন্দুকযুদ্ধে অন্তত একজন নিহত এবং আরো বেশ কিছু লোক আহত হয়েছেন।

চীনা বার্তা সংস্থা জানায়, এদের সাথে কাচিন ইনডিপেন্ডেন্স আর্মি, এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মির যোদ্ধারা ছিল।

উত্তর সীমান্তবর্তী মুসে এবং কুটকাই শহরের কাছে পুলিশ ও সামরিক বাহিনীর ফাঁড়ির ওপর অতর্কিত আক্রমণ চালায় এই তিনটি জাতিগত বিদ্রোহী গ্রুপ। তাদের সংখ্যা অন্তত ৬০০ হবে বলে সিনহুয়ার খবরে বলা হয়।

এর ফলে স্থানীয় বেসামরিক লোকেরা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। বিবিসির বার্মিজ সার্ভিসের খবর অনুযায়ী, রোববার ভোরে ভারী অস্ত্রে সজ্জিত জাতিগত বিদ্রোহীরা একটি পুলিশ চেকপয়েন্ট আক্রমণ করলে ওই লড়াই শুরু হয়। তাদের নিক্ষিপ্ত বোমায় কয়েকটি সেতু ও কিছু দোকানপাট ধ্বংস হয়।

২০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে