রবিবার, ২০ নভেম্বর, ২০১৬, ০৭:৫৬:৩৬

পাকিস্তান যুদ্ধের জন্যে প্রস্তুত! ভারতকে হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

পাকিস্তান যুদ্ধের জন্যে প্রস্তুত! ভারতকে হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। শনিবার ভারত সীমান্তের কাছে সুলেমানকি সেক্টর পরিদর্শনের সময়ে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ।

জেনারেল রাহিল কার্যত ভারতকে হুঁশিয়ারি দিয়েই জানিয়েছেন, “আমরা নজিরবিহীনভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সফল হয়েছি। এবং এখন আমরা সবচেয়ে যুদ্ধ-অভিজ্ঞতা সমৃদ্ধ সেনাবাহিনীতে পরিণত হয়েছি।” ভারতের সঙ্গে সীমান্তে যখন তীব্র উত্তেজনা চলছে। এবং দফায় দফায় গোলাগুলি ও সেনা হত্যার ঘটনা ঘটছে তখন জেনারেল রাহিল এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন।

পাক সেনাপ্রধান শনিবার সারাদিন সুলেমানকি সেক্টরে সেনা, রেঞ্জার্স ও প্রাক্তন সেনা সদস্যদের সঙ্গে কাটান এবং সামরিক বাহিনীর উঁচু পর্যায়ের নৈতিক মনোবলের প্রশংসা করেন। পাশাপাশি পাকিস্তানি সেনাদের সীমান্তে নজরদারির ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন লাহোর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সাদিক আলী, ভাওয়ালপুর কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জাভেদ ইকবাল এবং পাঞ্জাব রেঞ্জার্সের কমান্ডার মেজর জেনারেল ওমর ফারুক বুরকি।-কলকাতা২৪
২০ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৫ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে