মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬, ০৮:৫৪:৪৪

সেনার আতঙ্কে সুইসাইড ভেস্ট পরে ঘুমোচ্ছে আইএস প্রধান বাগদাদী

সেনার আতঙ্কে সুইসাইড ভেস্ট পরে ঘুমোচ্ছে আইএস প্রধান বাগদাদী

আন্তর্জাতিক ডেস্ক: আইএসের শেষ ঘাঁটি মোসুলে এখন চলছে জঙ্গি নিধন যজ্ঞ। আর ইরাকি সেনার দাপটে মোটামুটি কোণঠাসা আইএস জঙ্গিরা। তাই ক্রমশ আতঙ্কিত হয়ে পড়ছে তারা। অস্থির হয়েও পড়েছে এই জঙ্গিরা।

স্বাভাবিকভাবেই প্রচণ্ড চাপে রয়েছে আইএস নেতা আবু বকর আল বাগদাদী। একটি সূত্রের খবর, আপাতত তাকে কোথাও দেখা যাচ্ছে না। গুহার ভিতরে আত্মগোপন করে রয়েছে বাগদাদী। আর সেই আন্ডারগ্রাউন্ড আশ্রয়স্থল থেকেই বিভিন্ন দিকে বেরনোর মত টানেল রয়েছে। তবে কোনও ঝুঁকি নিতে রাজি নয় বাগদাদী। ধরা পড়ে গেলেই যাতে নিজেকে উড়িয়ে দিতে পারে তার জন্য, সবসময় সুইসাইড ভেস্ট পরে ঘুমোচ্ছে এই জঙ্গি শীর্ষনেতা।

ফাঁস হওয়া এক এসএমএস থেকে গোয়েন্দারা জানতে পেরেছেন, জঙ্গিনেতার মনের অবস্থাও খুব একটা ভাল নয়। সবসময় আতঙ্কে রয়েছে বাগদাদী। যে কোনও সময় ইরাক থেকে বের করে দেওয়া হতে পারে , এই ভয়ে জড়সড় অবস্থা বাগদাদী ও তার লোকজনের।-কলকাতা২৪
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে