আন্তর্জাতিক ডেস্ক : পুরনো গির্জা মেরামত না করে দিলে মুসলমান হয়ে যাওয়ার হুমকি দিয়েছে সর্বিয়ার একটি গ্রামের খ্রিস্টান বাসিন্দারা। চিঠির মাধ্যমে দেশটির চার্চ প্রধান পেটার ইয়ার্ক আয়রেঞ্জকে এ হুমকি দেন তারা।
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের নিকবর্তী গ্রামের বাসিন্দারা চার্চ প্রধানকে চিঠিতে লিখেন, এ ইচ্ছা ফিরিয়ে নেবেন যদি তাদের চার্চকে মেরামত করে দেয়া হয় এবং এটাকে না ভাঙা হয়।
গ্রামবাসী বলেন, এতে আপনার সমর্থন পাওয়া না গেলে বাধ্য হয়ে আমরা ইসলামধর্ম গ্রহণ করব। তবে সার্বিয়ার আইন অনুযায়ী আমরা ইবাদতখানা হেফাজতের সর্বাধিক অধিকার রাখি। ধর্ম ত্যাগ করলেও ‘যীশু খ্রীষ্ট’ তাদের অন্তরেই থাকবে বলে জানান।
গত জুলাইয়ে ঝড়ে ১৫০ বছরের পুরনো গির্জাটির ছাদ ধসে ধ্বংস হয়ে যাওয়ার পর আন্দোলন শুরু হয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, এ পুরাতন ভবনটি ভেঙে নতুন ভবন তৈরি করা উচিত। ভবনটি ভেঙে যাওয়ার কারণে এর ভিত্তিপ্রস্তর দুর্বল হয়ে পড়েছে।
তবে বার্তা প্রেরকদের একজন বলেন, তিনি একজন ভূমি বিশেষজ্ঞ। ভবনটি পুনর্নির্মাণ করা হলে কোনো ধরনের ক্ষতি হবে না।
গ্রামবাসী বলেন, আমরা চাইলে আরো পাঁচটি চার্চ গড়ে তুলতে পারি। এর আগে পুরনো চার্চটিকে সংরক্ষণ করা হোক। সূত্র : বিবিসি উর্দু
১০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম