আন্তর্জাতিক ডেস্ক: ভারতে পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে না পাকিস্তানি শিল্পী ও কলাকুশলীদের৷ এমনই সিদ্ধান্ত নেওয়া হল। গতকাল বুধবার লোকসভা অধিবেশনে এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে সরকার। পাক শিল্পীদের নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ, নিত্যানন্দ রায়।
সীমান্তে লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করার পর পাক কলাকুশলীদের দ্রুত ভারত ছাড়ার চাপ দেওয়া হয়। শিবসেনা ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনার চাপে মুম্বাইতে থাকা পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীরা দ্রুত ভারত ত্যাগ করেন।-কলকাতা২৪
২৪ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ