আন্তর্জাতিক ডেস্ক : প্রথমেই দুই নারীকে নতুন মন্ত্রিসভায় ঠাই দিলেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ভারতীয় বংশোদ্ভূত সাউথ ক্যারোলাইনার গর্ভনর নিক্কি হ্যালিকে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে এবং বেটসি ডিভোসকে শিক্ষামন্ত্রী হিসেবে বেছে নেন তিনি।
দুই নারীই কঠোর ট্রাম্প বিদ্বেষী হিসেবে পরিচিত। তবুও নিক্কিকে ‘পরীক্ষিত চুক্তি বাস্তবায়নকারী’ হিসেবে উল্লেখ করে সাবেক এ সমালোচকের প্রশংসাও করেছেন ট্রাম্প।
শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া বেটসি ডিভোস ট্রাম্পের সমালোচনা করে বলেছিলেন, তিনি রাজনীতিতে আগন্তুক।
দু’জনকে মন্ত্রিসভায় যোগ করতে সর্বশেষ সিনেটের অনুমোদন দরকার হবে।
ট্রাম্পের আরেক সমালোচক এবং মনোনয়ন দৌড়ে প্রতিদ্বন্দ্বী বেন কার্সনকেও গুরুত্বপূর্ণ পদ দেয়া হচ্ছে। কার্সনকে গৃহায়ণ ও নগর উন্নয়ন মন্ত্রী করার ব্যাপারে ভাবছেন – এমন টুইট ট্রাম্প নিজেই করেছেন।
২৪ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম