বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬, ১১:১৮:০৯

ভারতের ভয়ে এবার জাতিসংঘের দ্বারস্থ হল পাকিস্তান

ভারতের ভয়ে এবার জাতিসংঘের দ্বারস্থ হল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ভয়ে এবার জাতিসংঘের দ্বারস্থ হল পাকিস্তান৷ ভারতীয় সেনা জওয়ানের অঙ্গচ্ছেদের ঘটনায় গত বুধবার জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী৷ বারংবার পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং হামলার যোগ্য জবাব হিসাবে সীমান্তে বারুদের বন্যা বইয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী৷ আর ভারতের ভয়ে এবার জাতিসংঘের দ্বারস্থ হল পাকিস্তান৷

সম্প্রতি পাক রাষ্ট্রদূত মালিহা লোধি রাষ্ট্রসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল জ্যান এলিয়াসেনের সঙ্গে আলোচনায় অভিযোগ করেন, “ভারতের পদক্ষেপ এবং আক্রমণ বিশ্বশান্তি রক্ষার পথে বাধা সৃষ্টি করতে পারে৷” এই আলোচনায় উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলের ক্যাবিনেট চিফ এডমন্ড মুলেটও৷ ভারতের কড়া মনোভাবের থেকে রক্ষা পেতে গোটা বিষয়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপও দাবি করেছে পাকিস্তান৷

পাকিস্তানের এই দাবির বশবর্তী হয়েই ভারত-পাক সীমান্তে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রসংঘ৷ দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখাই এই নজরদারির মূল উদ্দেশ্য৷

অন্যদিকে, ভারতের কড়া উত্তরের পাল্টা জবাব দেওয়ার কথা বলল পাকিস্তানের বায়ুসেনা প্রধান মার্শাল সোহেল আমেন৷ বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে এক বিবৃতিতে তিনি বলেন, “ভারত-পাক পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে৷ এমন হওয়ার চেয়ে সরাসরি যুদ্ধ হোক৷” যুদ্ধের সময় পাক সেনা নিজেদের সর্বোচ্চ শক্তি প্রদর্শন করবে বলেও হুমকি দেন তিনি৷-সংবাদ প্রতিদিন
২৪ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে