আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের উত্তরাঞ্চলে সংঘঠিত দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন। বেশ কিছু স্থাপনা ও গ্যাস সিলিন্ডার ইতোমধ্যে পুড়ে গেছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এ দাবানল ক্রমেই দেশটির মধ্য ও উত্তরাঞ্চল দিয়ে ছড়িয়ে পড়ছে অন্য অঞ্চলের দিকে। কাছাকাছি বাড়িঘরের দিকে ছড়িয়ে পড়ছে আগুন। আগুনের ধোঁয়ায় অনেকেই শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যাও দেখা দিয়েছে।
বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলে বৃহত্তম শহর হালিফাসহ বেশ কয়েকটি শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। অগ্নিশিখা ৩০ ফুট পর্যন্ত উঁচুতে ওঠা নামা করছে বলে জানা গেছে। কোনো কোনো জায়গায় সড়ক যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে দেশটির উত্তরাঞ্চলের বিনইয়ামিনা ও হাদেরা শহরে মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। ইসরাইলের ইলেকট্রিক কোম্পানি রাজ্যে সতর্কতা জারি করেছে। বিষয়টা নিয়ে দেশটির সরকার দ্রুত পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
২৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি