শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬, ০২:৪৯:৩১

উপকূলের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী ঘুর্ণিঝড় “হ্যারিকেন ওটটো”

উপকূলের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী ঘুর্ণিঝড় “হ্যারিকেন ওটটো”

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার দিকে ধেয়ে যাচ্ছে বিধ্বংসী ঘুর্ণিঝড় হ্যারিকেন ওটটো। এর প্রভাবে ইতিমধ্যে গোটা দেশজুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা করেছেন প্রেসিডেন্ট লুইস গুইলারমো সলিস। একই সঙ্গে টুইটারে দেওয়া এক পোস্টে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া ক্যারিবিয়ান উপকূল থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কোস্টারিকার প্রেসিডেন্ট লুইস গুইলারমো সলিস রাস্তায় গাড়ি নিয়ে বের না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া স্যান কারলোস, উপালা এবং লস চিলিস-এর মতো ঝুঁকিপ্রবণ এলাকার হাসপাতালগুলো তাদের পূর্বনির্ধারিত সার্জারি কার্যক্রম স্থগিত রেখেছে। রোগীদের অন্যত্র হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার বিকেল থেকে শক্তি সঞ্চয় করে কোস্টারিকা ও নিকারাগুয়া উপকূলের দিকে অগ্রসর হচ্ছে হারিকেন ওটটো। মিয়ামির ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ওটটো একটি ক্যাটাগরি ওয়ান হারিকেন। হাওয়াতে ঘণ্টায় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৪০ কিলোমিটার। বুধবার রাতে কোস্টারিকার বন্দরনগরী লিমন থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল হারিকেনে পরিণত হওয়া মৌসুমী ঝড়টি। এর প্রেক্ষিতে কোস্টারিকা ছাড়াও প্রতিবেশী দেশ নিকারাগুয়ার কর্তৃপক্ষ দেশটির ক্যারিবিয়ান উপকূলের প্রায় সাত হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

এর আগে মধ্য আমেরিকার আরেক দেশ পানামায় আঘাত হানে ওটটো। এতে সেখানে তিনজন নিহত হন। এছাড়া অন্তত চার ব্যক্তি নিখোঁজ রয়েছেন। কোস্টারিকার লিমন এলাকায় বৃহস্পতিবার এ হ্যারিকেনের প্রভাবে ভূমিধস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার এটি নিকারাগুয়ার দক্ষিণ উপকূল অথবা কোস্টারিকার উত্তর উপকূলে আঘাত হানতে পারে।-কলকাতা২৪

২৫ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে