আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের কাছে হিলা শহরে এক আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় একটি পেট্রোল পাম্পে এই বিস্ফোরণ ঘটানো হয়। উগ্রপন্থী আইএএ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
পবিত্র নগরী কারবালা থেকে ফেরা শিয়া মুসলিমদের লক্ষ করে এই হামলা চালানো হয়। আলজাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত ৯৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।
প্রাথমিক খবরে জানাগেছে, বিস্ফোরকবোঝাই একটি ট্যাংকার ওই পাম্পে ঢুকে পড়ে। সেখানে একটি রেস্তোরাঁ আছে। তাতে তখন বেশ লোক ছিলো। বিস্ফোরণে ওই রেস্তোরাঁ, অপেক্ষমাণ কয়েকটি বাস ও ট্রাক উড়ে যায়।
২৫ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর