শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬, ১১:৪৫:১৪

পাকিস্তানের সেনা প্রধান সত্যিকারের বীর: আফ্রিদি

পাকিস্তানের সেনা প্রধান সত্যিকারের বীর: আফ্রিদি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধানকে সত্যিকারের বীর বলেছেন দেশটির ক্রিকেট বীর শহীদ আফ্রিদি। বিপিএলের ফাঁকে দেশে গিয়েছিলেন তিনি। দেশে বসেই টুইটারে তাকে ধন্যবাদ জানান আফ্রিদি।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় আফ্রিদি ঐ কথা বলেন। টুইটে পাকিস্তানের সেনাপ্রধান রাহেল শরিফকে রাহেলকে নিজের হিরো বলেও উল্লেখ করেন আফ্রিদি।
 
প্রসঙ্গত বৃহস্পতিবার খাইবার প্রদেশে নিজ নামে একটি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন করেন আফ্রিদি। এসময় সেখানে উপস্থিত ছিলেন দেশটির আর্মি চিফ জেনারেল রাহেল শরিফ।
 
এসময় পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখায় রাহেলকে ধন্যবাদ জানান আফ্রিদি। রাহেলও আফ্রিদির প্রশংসা করেন। রাহেল বলেন, আফ্রিদি একজন দক্ষ ক্রিকেটার।

অনেক ব্যস্ততার মধ্যেও সময় পেলে আমি তার খেলা দেখি। উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর আর্মি চিফ থেকে অবসর নেবেন রাহেল।
২৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে