শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬, ০৫:৪৪:২৬

নোট ইস্যুতে লোকসভার ভিতরেই আত্মহত্যার চেষ্টা?

নোট ইস্যুতে লোকসভার ভিতরেই আত্মহত্যার চেষ্টা?

আন্তর্জাতিক ডেস্ক: নোট ইস্যু নিয়ে প্রথম দিন থেকেই সরগরম চলতি বছরের শীতকালীন অধিবেশন। কখনও এ পক্ষ, তো কখনও ওই পক্ষ। বেঞ্চ ঠুকে রাজনৈতিক আক্রমণ থেকে ওয়েলে নেমে বিক্ষোভ, সবই হয়েছে এই অধিবেশনে। শুক্রবার সকাল থেকেও এই নোট বিতর্ককে কেন্দ্র করে উত্তপ্ত ছিল লোকসভা চত্বর। ঠিক সেই সময়েই ভিজিটর'স গ্যালারি থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি।

অবশ্য নিরাপত্তারক্ষীদের কারণে তাঁর চেষ্টা বিফলে যায়। জানা গিয়েছে, মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করতেই গ্যালারি থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। গ্যালারির সামনের কাঠের ফেন্স-এর উপরে পা ঝুলিয়ে বসে থাকার সময়ই ওই ব্যক্তিকে লক্ষ্য করেন এক সাংসদ। তার পর নিরাপত্তারক্ষীদের চেষ্টায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনার সময়ে অবশ্য লোকসভার স্পিকার, সুমিত্রা মহাজন কক্ষে উপস্থিত ছিলেন না। পরে ঘটনাটি জানতে পেরে প্রায় ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন তিনি।-এবেলা
২৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/টি.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে