শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬, ০৯:৩৫:৩০

ভয়ংকর ঝড় ও ভূমিকম্পের জোড়া ধাক্কায় বিপর্যস্ত আমেরিকা

ভয়ংকর ঝড় ও ভূমিকম্পের জোড়া ধাক্কায় বিপর্যস্ত আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : ফের হ্যারিকেনের তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকা। বৃহস্পতিবার রাতে, মধ্য আমেরিকার নিকারাগুয়া, এল সালভাদর ও কোস্টারিকায় হ্যারিকেন আছড়ে পড়েছে। একই সময় ভূকম্পনও অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর ইন্ডিয়া টাইমসের।

জানা গিয়েছে, নিকারাগুয়ায় হ্যারিকেন 'ওটো' ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে ক্যারিবীয়ান উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। একই সময় ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭।

হ্যারিকেন ও ভূমিকম্প মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা। কয়েক ঘণ্টার ঝড়ের তাণ্ডবে সেখানে বড় ধরণের কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে ও বৈদ্যুতিক তার ছিঁড়ে বিভিন্ন এলাকা অন্ধকারের মধ্যে ডুবে যায়।

উল্লেখ্য, অতি প্রবল ঘুর্ণিঝড়ের আভাস পেয়ে এল সালভাদর অধিবাসীদের উপকূলীয় এলাকা থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এল সালভাদর ও নিকারাগুয়া সুনামি সতর্ক বার্তা তুলে নেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ কোস্টারিকায় হ্যারিকেনের আঘাত হানার আশঙ্কা থাকলেও সেখানে ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

২৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে