আন্তর্জাতিক ডেস্ক: ১৯ সপ্তাহ পর, প্রার্থনার জন্য খুলে দেওয়া হল কাশ্মীরের ঐতিহাসিক জামিয়া মসজিদ। হিজবুল মুজাহিদ্দিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন অশান্ত ছিল কাশ্মীর উপত্যকা। নিরাপত্তার খাতিরেই বন্ধ ছিল ইতিহাস বয়ে নিয়ে যাওয়া এই মসজিদটি।
শুক্রবার, নামাজের জন্য এই প্রথম খুলে দেওয়া হয়। উল্লেখ্য, অশান্তির আবহ কাটিয়ে এখন স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন ভূস্বর্গের আধিবাসীরা। পুলিশের সঙ্গে সংঘাত, কারফিউ জারি, বন্ধ সব মিলিয়ে বিধ্বস্ত কাশ্মীরে এখন স্বস্তির শ্বাস ফেলছে বাসিন্দারা।
জামিয়া মসজিদ শেষ বন্ধ হয়েছিল ১৮২১ সালে। বুরহানের মৃত্যুর পর অশান্ত কাশ্মীরের এই পুরনো মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। প্রথমদিকে সপ্তাহান্তে নামাজ পাঠের জন্য খোলা হলেও, পরে মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর এদিন, এই প্রথম নমাজ পাঠের জন্য খুলে দেওয়া হয়।
তবে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে আগ্রহী কাশ্মীর ভরসা রাখছে সেনা-জওয়ানের উপর। কারফিউ জারি না হলেও, নিরাপত্তার খাতিরে সেনা-ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে জামিয়া মসজিদ।-এই সময়
২৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ