শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬, ০৪:১৫:১৯

ইসরায়েলে আগুন লাগালো কে?

ইসরায়েলে আগুন লাগালো কে?

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দেশ জুড়ে দাবানলের পিছনে রাজনৈতিক অভিসন্ধি কাজ করছে বলে সন্দেহ করছেন৷ দাবানলের কারণে হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে দূরে সরে যেতে হয়েছে৷

বৃহস্পতিবার হাইফা পরিদর্শন করার সময় নেতানিয়াহু বলেন, অগ্নিকাণ্ডের সঙ্গে যদি কেউ সংশ্লিষ্ট থাকে, তাহলে তাকে কঠিন সাজা দেওয়া হবে৷ সাংবাদিকদের তিনি ভলেন, ‘‘ইচ্ছাকৃতভাবে কিংবা প্ররোচনার ফলে ঘটে যাওয়া প্রতিটি অগ্নিকাণ্ড বাস্তবিক সন্ত্রাস৷ এবং আমরা তার বিরুদ্ধে সেভাবেই পদক্ষেপ নেব৷'' তিনি আরো বলেন, ‘‘ইসরায়েলের কোনো অংশে অগ্নিসংযোগের চেষ্টা যারা করছে, তাদের গুরুতর সাজা দেওয়া হবে৷''

গত ছয় বছরে বৃহত্তম অগ্নিকাণ্ড:

আগুনে শত শত বাড়ি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও এ পর্যন্ত কারো মৃত্যু অথবা গুরুতরভাবে আহত হবার খবর পাওয়া যায়নি৷  অনেক মানুষ ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন৷ একে বৃষ্টি নেই, তার উপর অতি শুষ্ক পুবের হাওয়ার ফলে আগুন দেশের মাঝের অংশে ও উত্তরে ছড়িয়ে পড়েছে, এছাড়া পশ্চিম তীরের কিছু কিছু এলাকাও আগুনের প্রকোপে পড়েছে৷

আগুনের কারণে জেরুসালেম ও তেল আভিভের মধ্যে একটি হাইওয়ে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়৷ আগুন উত্তরের হাইফা শহরে পৌঁছানোর পর হাইফার কয়েকটি এলাকা থেকে শত শত মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে৷ দাবানল শুরু হয় তিন দিন আগে জেরুসালেমের কাছের বিভিন্ন স্থানে৷ সাইপ্রাস, রাশিয়া, ইটালি ক্রোয়েশিয়া, তুরস্ক ও গ্রিসসহ অনেক দেশ ইসরায়েলি দমকল কর্মীদের অগ্নিনির্বাপক সাজসরঞ্জাম দিয়েছে৷

নেতানিয়াহু জানিয়েছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি ‘সুপার ট্যাংকার' অগ্নিনির্বাপক বিমান চেয়েছেন৷ ফিলিস্তিনি কর্তৃপক্ষও সাহায্যের প্রস্তাব দিয়েছে বলে নেতানিয়াহু জানান৷ নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, রাশিয়া দু'টি অগ্নিনির্বাপক বিমান পাঠাচ্ছে৷ ২০১০ সালে উত্তর ইসরায়েলে একটি বিধ্বংসী দাবানলে ৪২ জন প্রাণ হারানোর পর ইসরায়েলি দমকল বিভাগের সংস্কার করা হয় ও অগ্নিনির্বাপক বিমানের একটি স্কোয়াড্রন গঠন করা হয়৷-DW

২৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে