রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ০৮:৩০:০৬

অ্যাপেল জাদুকর এবার রুপালি পর্দায়

অ্যাপেল জাদুকর এবার রুপালি পর্দায়

আন্তর্জাতিক ডেস্ক : এক সিরিয় শিশুর বিশ্বজয়। চলার পথের সঙ্গী থেকেছে, “ইনভেশনই পথপ্রদর্শক ও ফলোয়ারের মধ্যে সূক্ষ্ম পার্থক্য গড়ে দেয়।”, “গড়তে গেলে ভুল হবেই, তাই সময় নষ্ট না করে ভুল স্বীকার করে ফের উন্নয়নের লক্ষ্যে ঝাঁপাতে হবে”-র মতো ভাবনা।

এই ভাবনা গুলিই ছবির পর্দায় ফুটে উঠতে চলেছে। তৈরি হচ্ছে ‘স্টিভ জোবসে’র জীবন নিয়ে বায়োপিক। এই সপ্তাহেই বিশেষ কয়েকটি স্ক্রিনিং হবে ‘স্টিভ জোবস’ বায়োপিকের।

আগামী ২৩ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ছবিটি। স্টিভ জোবসের নাম ভূমিকায় অভিনয় করেছেন মিখায়েল ফাসব্রেন্ডার। সঙ্গে থাকছেন কেট উইন্সলেট।

ছবি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে জোবস প্রেমীদের মধ্যে। ছবির পরিচালক ড্যানি বোয়েল জানিয়েছেন, “এই ছবি তৈরির উদ্দেশ্য, মানুষের সঙ্গে গ্যাজেটের রসায়ন তুলে ধরা। তাই স্টিভ জোবস ছাড়া এই স্বপ্নের বাস্তবতা ভাবাই যায় না।”

ছবির স্ক্রিন-প্লে অ্যারন সরকিনের। ছবিতে থাকছে দুই বন্ধুর কম্পিউটর তৈরির মাধ্যমে যাত্রা শুরু করে মানুষের যন্ত্র ব্যবহারের ধরণই বদলে ফেলার গোটা চিত্র। সঙ্গে থাকছে ২০১১ সাল অবধি একের পর জোবসের হাতে তৈরি অ্যাপেল জাদুর নিদর্শন।

নিজের জীবনে স্টিভ বলেছিলেন, “মানুষকে জিজ্ঞাসা করো না, যে তাঁর কী চাই। তুমি কিছু বানিয়ে তাঁর হাতে দেও। দেখবে মানুষ সেটাই নিজের বলে মেনে নিচ্ছে”।

এই দর্শনেই গত দশ বছরেরও বেশি সময় ধরে জাদু দেখিয়েছে অ্যাপেল। এবার সেই অ্যাপেল জাদুকরের জীবনী নিয়ে তৈরি ছবি কী জাদু দেখায় তারই অপেক্ষায় জোবস ভক্তেরা।
১১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে