সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৭:০১:২৯

বিয়ে বাড়িতে ঢুকে বধূর ব্লাউজ় ছিঁড়লো বখাটেরা, প্রতিবাদ করায় খুন যুবক

বিয়ে বাড়িতে ঢুকে বধূর ব্লাউজ় ছিঁড়লো বখাটেরা, প্রতিবাদ করায় খুন যুবক

আন্তর্জাতিক ডেস্ক : বিয়েবাড়িতে অশ্লীল আচরণের প্রতিবাদ করায় খুন করা হল এক যুবককে। খুনি এলাকারই আরেক যুবক ও তার দলবল। ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসী খুনির বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে যায় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মালদার ইংরেজবাজার থানার কুলদীপ মিশ্র কলোনিতে। তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তরা পলাতক।

শুক্রবার রাতে কুলদীপ মিশ্র কলোনির বাসিন্দা বৈদ্যনাথ দাসের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। বৈদ্যনাথবাবুর ভাগনির বিয়ে তার বাড়ি থেকে হচ্ছিল। বিয়ে শেষ হয় ঠিকভাবে। শনিবার তার ভাঘ্নি রীতি অনুযায়ী পুরাতন মালদার মঙ্গলবাড়িতে শ্বশুরবাড়ি চলে যান। বিদায়ের পর বৈদ্যনাথবাবুর পরিবারের সদস্যরা বাড়িতে ডিজে বাজিয়ে আনন্দ করছিলেন। চলছিল নাচ।

বৈদ্যনাথবাবুর অভিযোগ, ডিজে বাজিয়ে যখন বাড়ির সবাই আনন্দে মেতে উঠেছিলেন, তখন তাদের বাড়িতে দলবল নিয়ে হাজির হয় গ্রামের যুবক ঝোটন চৌধুরী। সে এলাকায় দাদাগিরি চালায় মাঝেমধ্যে। তাদের কারোর সঙ্গেই ঝোটনের কোনও সম্পর্ক নেই। তাকে তারা বিয়েতে নিমন্ত্রণও করেননি। বাড়িতে ঢুকে ঝোটনরা ডিজের সঙ্গে নাচতে থাকে। তার সঙ্গে বাড়ির মেয়েদের উদ্দেশে অশ্লীল মন্তব্য করতে থাকে। শুধু তাই নয়, নাচতে নাচতে সে বাড়ির এক বধূর ব্লাউজ ছিঁড়ে দেয়। তখনই তার ছেলে অর্জুন ঝোটনকে বাধা দেয়। দলবল সহ তাকে কার্যত বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার ছেলেকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায় ঝোটন। যদিও তার হুমকিকে তারা উপেক্ষা করেন।

তিনি আক্ষেপ করে জানান, ঝোটনের হুমকিকে উপেক্ষা করাই তাদের কাল হয়। রবিবার রাতে ছিল তার ভাগনির বউভাতের অনুষ্ঠান। কাছাকাছি বিয়ে হওয়ায় একটু রাত করে তাঁরা সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। রাত সাড়ে ৮টা নাগাদ তাঁর ছেলে পাড়ার নিমন্ত্রিতদের ডাকতে বাড়ি থেকে বের হয়। তখনই ঝোটন ও তার দলবল তার ছেলেকে হাঁসুয়া দিয়ে কোপাতে থাকে। অর্জুনের চিৎকারে গ্রামের লোকজন ছুটে যায়। কিন্তু তার আগেই তার সারা শরীর ক্ষতবিক্ষত করে দেয় ঝোটনরা। রাতেই তারা অর্জুনকে মালদা মেডিক্যালে ভর্তি করেন। কিন্তু আজ সকালে মারা যায় তাঁর ছেলে। এই ঘটনায় বৈদ্যনাথবাবু ঝোটন ও তার দলবলের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে আজ সকালে অর্জুনের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই উত্তেজিত গ্রামবাসী ঝোটনের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। আগুন লাগিয়ে দেয় অভিযুক্তের বাড়িতে। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, গ্রাম্য বিবাদের জেরে রবিবার রাতে কুলদীপ মিশ্র কলোনিতে অর্জুন দাস নামে ২৪ বছরের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এদিন সকালে মালদা মেডিক্যালে ওই যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পুলিশি তদন্তও শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে। ইনাডু ইন্ডিয়া

২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে