সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৭:৫৭:৩০

ইংল্যান্ডের জেলে আত্মহত্যার হিড়িক

ইংল্যান্ডের জেলে আত্মহত্যার হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ড এবং ওয়েলসের কারাগারগুলিতে রেকর্ড সংখ্যায় বন্দীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করছে একটি এনজিও।

দ্যা হাওয়ার্ড লিগ ফর পেনাল রিফর্ম ব্রিটেনের কারাগারগুলিতে সংস্কার নিয়ে কাজ করছে।

সংস্থাটি ব্রিটেনের কারাগারগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার একটি রিপোর্ট প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, চলতি বছর ইংল্যান্ড এবং ওয়েলসের জেলগুলিতে মোট ১০২টি আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা গত ৩৮ বছরের মধ্যে সর্বোচ্চ। গত ৩৮ বছরের মধ্যে জেলে এত বেশি আত্মহত্যার ঘটনা আর ঘটেনি।

এর আগে সর্বাধিক ৯৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছিল ২০০৪ সালে, যা এখনকার তুলনায় কিছুটা কম ছিলো। কি ছিলো এত বিপুল সংখ্যক আত্মহত্যার মূল কারন?

 সেটা এখনো পরিষ্কার নয়, তবে দ্যা হাওয়ার্ড লিগ ফর পেনাল রিফর্ম বলছে, কারাগারগুলির বাজেটে কাটছাঁটের ফলে এমন খারাপ পরিবেশ তৈরি হয়েছে যা বন্দীদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে।
 তবে এ আত্মহত্যার পিছনে অন্য বিশেষ কোন কারন আছে কিনা তা এখনো জানা যায়নি। -বিবিসি
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/টি.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে