আন্তর্জাতিক ডেস্ক : তিন সন্দেহভাজন আল-কায়দা জঙ্গিকে তামিলনাড়ু থেকে গ্রেফতার করলো ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি (এনআইএ)। এনআইএ-র গোয়েন্দাদের দাবি, ওই তিন জঙ্গি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার চক্রান্ত করছিল।
তামিলনাড়ুতে একটি খানাতল্লাশি চালানোর সময়ে মাদুরাই থেকে ধরা পড়ে ওই তিন জন। জানা গিয়েছে, দেশের ২২ জন নেতাকে হত্যার পরিকল্পনা ছিল তাদের। সেই ২২ জনের মধ্যে প্রথমে রয়েছেন নরেন্দ্র মোদি।
গ্রেফতার হওয়া তিন ব্যক্তির নাম এম খরিম, আসিফ সুলতান মোহাম্মদ আব্বাস আলি। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিরাট বিস্ফোরণ ঘটানোর উপযোগী বিস্ফোরকও। খরিমকে উসমান নগর থেকে গ্রেফতার করা হয়। আসিফ এবং আব্বাস আলি যথাক্রমে জি আর নগর ও ইসমাইলপুরম থেকে গ্রেফতার হয়।
জানা গিয়েছে, উত্তর তামিলনাড়ুতে আল-কায়দার কাজকর্ম পরিচালনা করতো এই তিন জন। ভারতে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া একাধিক নাশকতার ঘটনায় তাদের হাত রয়েছে বলে জানা গিয়েছে। হাকিম এবং দাউদ সুলেমান নামের আরও দুই সন্দেহভাজন পলাতক।
এনআইএ কয়েকটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে আটকদের কাছ থেকে। কেন তারা এত জন নেতাকে হত্যা করতে চায়, কেনই বা সেই হিট লিস্টে রয়েছে নরেন্দ্র মোদির নাম, হিট লিস্টে থাকা বাকি রাষ্ট্রনেতাদের মধ্যে কারা কারা রয়েছেন— এই প্রশ্নগুলোই আপাতত ভাবাচ্ছে ভারতের এনআইএ গোয়েন্দাদের। এবেলা
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি