মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬, ১২:৪০:২০

চুরি হওয়া ৭৯ লাখ রুপি মিলল ড্রাইভারের স্ত্রীর কাছে

চুরি হওয়া ৭৯ লাখ রুপি মিলল ড্রাইভারের স্ত্রীর কাছে

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে কোনো গতি না দেখে ৭৯.৮ লাখ রুপি নিয়ে আত্মসমর্পণ করলেন এটিএমের টাকা পরিবহন গাড়ির চালকের স্ত্রী। গত রবিবার বনসাদী থানায় তার আইনজীবীকে সঙ্গে নিয়ে ওই নারী টাকাসহ আত্মসমর্পণ করলেন। ওই নারীর নাম এলউইন।

জানা গেছে, ওই নারীর স্বামী ডমিনিক এটিএমের টাকা পরিবহনকারী গাড়ির চালক ছিলেন। সে গত বুধবার ১.৩৭ কোটি টাকা ভর্তি গাড়ি নিয়ে চম্পট দেয়। পরে মাউন্ট কার্মেল কলেজের কাছে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সেখানে প্রায় ৯৫ লাখ টাকা চুরি গিয়েছিল বলে জানাগিয়েছিল। পুলিশ তখন থেকেই ডমিনিকের খোঁজে তল্লাশি চালাচ্ছিল।-এই সময়

২৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে