মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬, ০৩:১০:০৯

মোদিকে মুসলিম-বিরোধী মন্তব্য করে আলোচনায় জাকির নায়েক

মোদিকে মুসলিম-বিরোধী মন্তব্য করে আলোচনায় জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক: আবারও বিস্ফোরক বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক৷ কেন্দ্রের তরফ থেকে তাঁর সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা একটি রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করেন তিনি৷

বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি ‘মুসলিম-বিরোধী’ বলেও সম্বোধন করেন৷ তিনি বলেন, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং তাঁর পরিচালিত স্বেচ্ছাসেবি সংগঠনকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা মুসলিম-বিরোধী বিজেপি’র একান্ত রাজনৈতিক একটি সিদ্ধান্ত৷

বিবৃতিতে পিস টিভির কর্ণধার বলেন, তাঁর সংস্থাকে ইংল্যান্ডের মত দেশেও নিষিদ্ধ ঘোষণা করা হয়নি৷ কোনও দেশে তাঁর সংস্থাকে নিষিদ্ধ করা মানে সেদেশে সংস্থার বই, সিডি, আলোচনা যাবতীয়কে নিষিদ্ধ ঘোষণা করা৷ আর এতেই বেজায় চটেছেন তিনি৷ তিনি জানান, পৃথিবীর বিভিন্ন দেশে তাঁর সংস্থাকে শান্তিরক্ষার গুরুত্বপূর্ণ পাথেয় হিসাবে মনে করা হয়৷ সেখানে তিনি নিজের দেশেই বঞ্চিত।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে তল্লাশি অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)৷ মুম্বইয়ে জাকিরের সংস্থার ১০টি অফিস ও কয়েকটি বাড়িতে যৌথ অভিযান চালায় এনআইএ ও মুম্বই পুলিশ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ যদিও নিজের সততার পক্ষে জোড়াল সওয়াল করেছেন তিনি৷

মোদির সিদ্ধান্তকে মুসলিম-বিরোধী ঘোষণা করে তিনি বলেন, এটা সকলেই বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত রাজনৈতিক এবং মুসলিম-বিরোধী৷ দেশে অন্যান্য হিন্দু ধর্মগুরুদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে কেবল তাঁর সংস্থার বিরুদ্ধেই এই পদক্ষেপের পিছনে প্রশাসনের অন্য কোনও মতলব রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।-সংবাদ প্রতিদিন

২৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে