মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬, ০৪:৩৪:৫২

বাঁচি মরি, মোদিকে তাড়াবই:‌ মমতা

বাঁচি মরি, মোদিকে তাড়াবই:‌ মমতা

আন্তর্জাতিক ডেস্ক: একটানা মোদির বিরুদ্ধে স্লোগান দিয়ে গোটা ধর্মতলা চত্বর কাঁপিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নোট বাতিলের প্রতিবাদ জানাতে গিয়ে গতকাল সোমবার মমতা কলকাতায় মিছিল করেন। মিছিলের শেষে নিজে স্লোগান দেন। কর্মীদের বলেন, তাঁর সঙ্গে স্লোগান দিতে। মোদির বিরুদ্ধে স্লোগান দিতে গিয়ে মমতা বলেন, ধিক্কার, ধিক্কার, ধিক্কার। সকলেই তাঁর সঙ্গে স্লোগান দেন। তিনি বলেন, ভিয়েতনামের সময় এই কলকাতা থেকেই স্লোগান দেওয়া হয়েছিল, তোমার নাম তোমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম।

মিছিলের শেষে ধর্মতলায় সভা করেন। বলেন, বাঁচি মরি, এবার রাজনীতি থেকে মোদিকে সরাব। মঞ্চে ছিলেন টলিউডের শিল্পীরা। মমতা বলেন, দেবজ্যোতি মিশ্র তাঁকে বলেছেন, তাঁরা দিল্লিতে বিক্ষোভ জানাতে প্রস্তুত আছেন। মমতা বলেন, এবার তাহলে যন্তরমন্তরে ধর্না হবে না। ধর্না হবে মোদির বাড়ির সামনে। মমতা সভা শেষ করার আগে  মনোময়কে সলিল চৌধুরির লেখা গান ‘‌পথে এবার নামো সাথী.‌.‌.’‌ গাইতে বলেন।

মঞ্চে ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, সৈকত মিত্র প্রমুখ। এঁরা সকলেই এই গানটি গান। মমতার মিছিলে অগুনতি লোক। জনসমুদ্র। শুধু কলকাতার চার জেলা থেকেই নয়, আশপাশের জেলাগুলি থেকেও মিছিলে লোক এসেছিল। প্রায় প্রত্যেকেই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে এসেছিল। কারও হাতে ছিল পতাকা। কেউ নিয়ে এসেছিল ব্যানার।

প্ল্যাকার্ডে লেখা ছিল, মোদির তুঘলকি সিদ্ধান্তে কেন মানুষের মৃত্যু ঘটছে?‌ এর জবাব দাও। ভিক্টোরিয়া হাউসের সামনে এসে মমতা অরূপের হাত থেকে পুলিশের মাইকটি নেন। মাইকেও তিনি স্লোগান দেন। হাঁটতে হাঁটতে চলে আসেন ডোরিনা ক্রসিংয়ের সামনে। পেছনে তখন বহু মানুষ। সভার শেষে ধন্যবাদ জানান পার্থ চ্যাটার্জি।

এদিন কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হয়। সোয়া ১২টা নাগাদ মমতা আসেন কলেজ স্কোয়্যারে। হাঁটা শুরু হয়। রাস্তার দু’‌ধারেও অসংখ্য মানুষ দাঁড়িয়ে মমতার মিছিল দেখেন। মমতা তাঁদের দিকে হাত নাড়েন। মিছিলে বহু মহিলাও এসেছিলেন। জেলাগুলি থেকে কর্মীরা ট্রাক, ম্যাটাডর, টাটা সুমো ও বাস নিয়ে এসেছিলেন। সুশৃঙ্খল মিছিল।

চারদিকে শুধুই স্লোগান। মমতার মিছিলে এদিন হেঁটেছেন দেবও। শুধু টলিউডের শিল্পীরাই নন, খেলোয়াড় ও সমাজের অন্যান্য ক্ষেত্রের বিশিষ্টরাও মিছিলে ছিলেন। বক্তব্য শুরু করার আগে মমতা বলেন, লক্ষ লক্ষ মানুষ আজ মিছিলে সামিল হয়েছেন। তিনি সকলকে রাস্তায় নামার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আবেদন করেছেন প্রতিদিন আপনারা এভাবেই রাস্তায় নেমে মোদির বিরুদ্ধে প্রতিবাদ করুন। স্লোগান দিন, মোদি দূর হটো।

তিনি এদিন বারবারই বলেন, নোট বাতিলের সিদ্ধান্ত ফিরিয়ে নিতে হবে। মোদি সরকারের বিরুদ্ধে তিনি ধিক্কার দেন। মমতা বলেন, দেশকে রসাতলে পাঠিয়ে বাড়িতে ঘুমোচ্ছেন তিনি। কখনও ভাষণ দিচ্ছেন। কখনও হুমকি দিচ্ছেন। এমন কাণ্ড গোটা পৃথিবীতে হয়নি। হঠাৎ ভগবান হওয়ার ইচ্ছে হল ওনার। নিজেকে সাদা বলে সবাইকে বলছেন কালো। হিটলারও এমন কাজ করেননি।

দেশকে মোদি চুলোয় পাঠিয়ে দিয়েছেন। চারদিকে হাহাকার। সব বন্ধ। গরিবরা খেতে পাচ্ছে না। ব্যাঙ্ক, এ টি এমে টাকা নেই। এদিন মমতা বুদ্ধিজীবীদেরও সোচ্চার হতে আহ্বান জানান। তিনি বলেন, এটা তৃণমূলোর কোনও আন্দোলন নয়, এই আন্দোলন সকলের। ছাত্র–‌যুব ও মহিলাদের রাস্তায় নামার নির্দেশ দেন তিনি। মোদির উদ্দেশে বলেন, তিনি নাকি ক্যাশলেস করবেন। আমার তো মনে হয় তিনি একজন ফেসলেস লিডার। দেশকে বিক্রি করে দিয়েছেন। ইন্দিরা গান্ধীও পরিকল্পনার করে কাজ করতেন। মোদি একনায়কতন্ত্র কায়েম করেছেন দেশে।

মানুষ নাকি ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবে না। গায়ের জোরে এই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বন্‌ধ প্রসঙ্গে মমতা সি পি এম–‌কে আক্রমণ করে বলেন, বাড়িতে বসে বন্‌ধ ডাকা সহজ। আগে রাস্তায় নামুন। খাটুন। তারপর বন্‌ধ ডাকবেন। আমি বারবার মোদিকে বলেছি, দেশের অবস্থা স্বাভাবিক করুন।

সভা শেষ করে এদিনই মমতা লখনউয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যান। যাওয়ার আগে তিনি বলেন, ওখানে আমাদের পার্টি নেই। মোদির বিরুদ্ধে মানুষের কাছে প্রতিবাদ পৌঁছে দিতে যাচ্ছি। লখনউয়ের সভা শেষ করে আমি যাব পাটনায়। মোদিকে মমতা বলেন, ভয় দেখাবেন না। আমরা সরব না। শেষ পর্যন্ত আমরা দেখব। নোট বাতিলের সিদ্ধান্ত আপনাকে ফিরিয়ে নিতেই হবে।-আজকাল
‌২৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে