আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মিয়ানমারের রাখাইন রাজ্যে সফর করবেন। সেখানকার নির্যাতিত রোহিঙ্গাদের অবস্থা স্বচক্ষে দেখবেন তিনি। রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতন আর নিপীড়ন দিন দিন বেড়েই চলেছে। সেনাবাহিনীর এমন বর্বর আচরণের তীব্র প্রতিবাদ হচ্ছে বিশ্বজুড়ে। এ পর্যন্ত ৮৬ জন নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে সেনাবাহিনী। তবে বিভিন্ন সংস্থার দাবি সেনাবাহিনীর হাতে এখন পর্যন্ত ৪১৭ জন রোহিঙ্গা নিহত হয়েছে।
রাখাইন রাজ্যের উপদেষ্টা কমিশনের প্রধান হিসেবে গত আগস্টে নিযুক্ত হয়েছিলেন নোবেল বিজয়ী কফি আনান। ওই রাজ্যের জটিলতা এবং ভঙ্গুর বিষয়গুলো নিয়ে উপযুক্ত সমাধানের লক্ষ্যে কাজ করার কথা ওই কমিশনের। রাখাইন রাজ্যে ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাস করে।
সোমবার কমিশনের সদস্য এবং মিয়ানমারের ইসলামিক সেন্টারের প্রধান আহ্বায়ক আই লুইন আনাদলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই কফি আনান মিয়ানমারে সফর করবেন।
আই লুইন আরো জানিয়েছেন, কফি আনান নাই পি এবং রাখাইন রাজ্যে সফর করবেন। কমিশনের প্রধান হিসেবে সেপ্টেম্বরে প্রথম রাখাইন রাজ্যে সফর করেছিলেন কফি আনান।
সোমবার রাখাইন রাজ্যের আঞ্চলিক সরকারের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কফি আনান বাংলাদেশ সীমান্তের কাছে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলীয় মাওংদাও শহরে যাবেন।
গত ছয় সপ্তাহ ধরে মাওংদাও এবং আরো বেশ কিছু গ্রামে রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচার, হত্যা, ধর্ষণ, গণগ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। -জাগো নিউজ।
২৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস