আন্তর্জাতিক ডেস্ক: এরদোগানের দেশ তুরস্কের দক্ষিণাঞ্চলে আদানা এলাকার আলাদাগ শহরে একটি বেসরকারি মাধ্যমিক স্কুলের ছাত্রী নিবাসে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় ১১ জন ছাত্রী ও একজন শিক্ষক মারা গেছেন বলা জানা গেছে। আহত হয়েছেন ২২ জন।
দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক লাইনে ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে। ছাত্রী নিবাসের ভেতরের অংশ কাঠের তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
নিহত ছাত্রীদের পরিচয় না জানালেও তাদের বয়স ১৪ বা তার কম বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
আতঙ্কিত হয়ে ছাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে পড়ার সময় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানান, আগুনের জন্য জরুরি নির্গমন পথ বা ফায়ার এক্সিটের দরজা খুলতে না পারায় ওপরের তলায় থাকা মানুষগুলো মারা গেছে।
আদানার গভর্নর মাহমুদ দেমিরতাস হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আহতদের কারও অবস্থাই গুরুতর নয়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭.২৫-এর দিকে (বাংলাদেশ সময় রাত ১০.২৫টা) আগুন লাগে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তবে ফায়ার এক্সিটের দরজা বন্ধ থাকার বিষয়য়ে কোনো মন্তব্য করতে রাজি হননি গভর্নর।
৩০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর