বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬, ১১:৫৭:৪৭

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল (মঙ্গলবার) সকালে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন তিনি। খবর এনডিটিভির।    

৬৯ বছর বয়সী সোনিয়া গান্ধী ১৯৯৮ সাল থেকে কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করছেন।

কংগ্রেসের মুখপাত্র রনদিপ এস সুর্জেওয়ালা জানান, ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে কংগ্রেস সভাপতি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দুই দিনের মধ্যেই তাকে ছেড়ে দেয়া হবে। তিনি খুব শীঘ্রই সংসদ অধিবেশনে যোগ দিবেন। চিন্তার কোনো কারণ নেই।

গত আগস্টে ভারানাসিতে পথ শোভাযাত্রায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। কাঁধে চোটের কারণে শোভাযাত্রা বাতিল করে দিল্লিতে ফিরে হাসপাতালে ভর্তি হন সোনিয়া। কয়েক সপ্তাহ তিনি হাসপাতালে ছিলেন।  

সোনিয়া গান্ধী এর আগেও চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন। তবে দলের পক্ষ থেকে তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
২৬ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে