বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬, ১২:২৩:০৫

ওহাইও স্টেট ইউনিভার্সিটির হামলাকারী আইএস-এর ‘সৈনিক’!

ওহাইও স্টেট ইউনিভার্সিটির হামলাকারী আইএস-এর ‘সৈনিক’!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে ছুরি ও গাড়ি নিয়ে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে দায় স্বীকারের খবর প্রকাশ হয়েছে। আইএসের কথিত বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সিতে এ দায় স্বীকারের খবর প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইনটেলিজেন্স গ্রুপ এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হামলাকারী রাজাক আলী আর্তানকে নিজেদের ‘সৈনিক’ হিসেবে উল্লেখ করে আমাক-এ আইএস-এর ওই বিবৃতি প্রকাশ করা হয়। তবে বিবৃতিটি সত্যিই আইএস দিয়েছে কিনা কিংবা ওই হামলাকারীর সঙ্গে আইএস-এর সরাসরি সংযোগ ছিল কিনা তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ওহাইও স্টেট ইউনিভার্সিটির কলম্বাসে অবস্থিত কেন্দ্রীয় ক্যাম্পাসের ওয়াটস হল ভবনের কাছে স্থানীয় সময় সোমবার সকাল ৯টা ৫২ মিনিটে সেখানে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দিকে সজোরে ছুটে আসে একটি গাড়ি। পরে গাড়িটির চালক ছুরি নিয়ে লোকজনের দিকে তেড়ে আসেন। সেখানে দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী নিহত হয়। পুলিশ জানিয়েছে, হামলায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, শিক্ষার্থীসহ ১১ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়। পরে জানানো হয়, হামলাকারী রাজাক সোমালি বংশোদ্ভূত নাগরিক এবং তিনি কলম্বাস ক্যাম্পাসের আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থী।
আমাক-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘ওহাইওতে হামলাকারী আইএসের সৈনিক। আন্তর্জাতিক জোটভুক্ত দেশগুলোর নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর আহ্বানে সাড়া দিয়ে সে এ অভিযান চালিয়েছে।’

রাজাক আর্তানের একটি ছবিও প্রকাশ করেছে আমাক। সেখানে দেখা গেছে একটি নীল গেঞ্জি পরে বসে আছে রাজাক আর্তান।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ পুলিশের বরাত দিয়ে জানায়, সোমালিয়ায় জন্মগ্রহণকারী আবদুল রাজ্জাক আলী আর্তান নামের ওই হামলাকারী তার পরিবারের সঙ্গে ২০০৭ সালে সোমালিয়া থেকে চলে আসে। গত দুই বছর ধরে পরিবারটি যুক্তরাষ্ট্রে বসবাস করছে। এর আগে তারা পাকিস্তানে বসবাস করতো বলেও কর্তৃপক্ষ জানিয়েছে। মার্কিন বার্তাসংস্থা এপি-কে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন,আর্তান যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী অধিবাসী।

ওহাইও স্টেট ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাম্পাস অঙ্গরাজ্যটির রাজধানী কলম্বাসে অবস্থিত। পুরো ওহাইও জুড়ে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ক্যাম্পাসে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজারেরও বেশি।
২৬ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে