বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬, ০৬:০৫:২৩

এবার ডোনাল্ড ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

এবার ডোনাল্ড ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে নাগরিকত্ব বাতিলের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৯ নভেম্বর মঙ্গলবার সকাল ৫টা ৫৫ মিনিটে টুইটারে দেওয়া এক পোস্টে তিনি নিজের এমন অবস্থানের কথা জানান।

টুইটে ট্রাম্প লেখেন, ‘কাউকে আমেরিকার পতাকা পোড়াতে দেওয়া উচিত হবে না। যদি কেউ পতাকা পোড়ায় তাহলে তাদের অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে। হয় তাদের নাগরিকত্ব বাতিল করা হবে, না হয় এক বছরের কারাদণ্ড দেওয়া হবে!’

ডোনাল্ড ট্রাম্পের ওই টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। কেউ কেউ বলেছেন, তারা ট্রাম্পের এমন অবস্থানের পক্ষপাতী। কারণ জাতীয় পতাকার ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স দেখানো উচিত। আর এর বিরোধীরা বলছেন, এটা মার্কিন জনগণের সাংবিধানিক অধিকার। ট্রাম্প এ অধিকারের বিরুদ্ধে সন্ত্রাসমূলক অপরাধে লিপ্ত হয়েছেন।

টুইটারে দেওয়া এর পরের পোস্টে তিনি টেনেসি অঙ্গরাজ্যে দাবানলের শিকার হওয়া লোকজনের প্রতি সহমর্মিতা জানান।

৩০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে