বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০১৬, ১২:২৪:০৬

মাহমুদ আব্বাসকে এরদোগানের ফোন

মাহমুদ আব্বাসকে এরদোগানের ফোন

আন্তর্জাতিক ডেস্ক : ‘প্যালেস্টাইন ফাতাহ মুভমেন্টের’ প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বুধবার তুর্কি প্রেসিডেন্সিয়াল অফিস থেকে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার পশ্চিম তীরের রামাল্লায় ‘ফাতাহ’ এর সপ্তম সাধারণ সভায় আব্বাসকে সংগঠনটির প্রধান হিসেবে পুনর্নির্বাচিত করা হয়।

শুভেচ্ছা বার্তায় তুর্কি প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এসময় ফিলিস্তিনি নেতা ফিলিস্তিনে সাম্প্রতিক উন্নয়ন বিষয়ে এরদোগানের সঙ্গে আলোচনা করেন বলে সূত্র জানায়।

এছাড়া, আযানের জন্য লাউডস্পিকার ব্যবহারের উপর নিষেধাজ্ঞার জন্য ইসরাইলি বিলে তুর্কি নেতা তার উদ্বেগ প্রকাশ করেন। এ ইস্যুতে তার সংবেদনশীলতার জন্য আব্বাস তুর্কি নেতাকে ধন্যবাদ জানান।

অবাধে ধর্ম পালনের উপর প্রস্তাবিত এ বিলে ফিলিস্তিনিসহ বিভিন্ন মুসলিম দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। -আনাদলো নিউজ এজেন্সি।
০১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে