আন্তর্জাতিক ডেস্ক: বিধ্বংসী আগুন লাগল ভারতের তামিলনাড়ুর ত্রিচিতে একটি বাজি কারখানায়। ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে।
বৃহস্পতিবার সকালে আচমকাই ওই বাজি কারখানাটিতে বিস্ফোরণ হয়। এরপরই কারখানার পুরো বিল্ডিংটিই ভেঙে পড়ে। ভিতরে ১৭ জনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনার সময় ওই কারখানায় ৫০ জন কর্মী কাজ করছিলেন বলে খবর মিলেছে।
ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ ঘটনাস্থলে ইতিমধ্যে ৬টি দমকলের ইঞ্জিন কাজ করছে৷ পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ তবে আগুন লাগার কারণ এখনও অজানা। -সংবাদ প্রতিদিন।
০১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম