আন্তর্জাতিক ডেস্ক : ন্যূনতম মজুরি নিয়ে বিক্ষোভ হল আমেরিকা জুড়ে। গ্রেপ্তার হলেন অনেক বিক্ষোভকারী । ফাস্ট ফুড রেস্তোরাঁ, বিমানবন্দরে, বাড়িতে শিশু ও বয়স্কদের পরিচর্যার কাজে নিযুক্ত কর্মীদের ঘণ্টায় মজুরি বাড়িয়ে ১৫ ডলার করা–সহ ন্যূনতম মজুরি বাড়ানোর ডাক দিয়ে আন্দোলন হয়।
নিউ ইয়র্কের ব্রডওয়েতে ম্যাকডোনাল্ড রেস্তোরাঁর সামনে বিক্ষোভ দেখান অনেকে। সকলেই গ্রেপ্তার হন। শিকাগোয় ওহারা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিক্ষোভ দেখান প্রায় ৫০০ কর্মী। তাদের দাবি, আমরা বিশেষ কিছু চাইছি না। ন্যায্য মজুরি চাইছি। নিউ জার্সিতে বিমানবন্দরে মিছিল করেন ধর্মঘটিরা। ডেট্রয়েটে রাস্তায় গাড়ি আটকানোর চেষ্টা করেও গ্রেপ্তার হন অনেকে।
এর আগে ক্যালিফোর্নিয়ায় গভর্নর জেরি ব্রাউন একটি নতুন আইন আনেন, যেখানে ওই রাজ্যে ঘণ্টায় বাড়িয়ে ২০২২ সালের মধ্যে ১২ ডলার করা হবে। কিন্তু এখন সারা আমেরিকায় ন্যূনতম মজুরির হার ঘণ্টায় ৭.২৫ ডলার। এটা বাড়িয়ে ঘণ্টায় ২৫ ডলার করা হলেও প্রায় সাড়ে ৩ কোটি কর্মচারী উপকৃত হবেন। এঁরা আমেরিকার মোট কর্মীর এক–চতুর্থাংশ। আজকাল
১ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি