বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০১৬, ১১:৩৭:২৫

টাকার অভাবে স্ত্রীকে টায়ার দিয়ে দাফন স্বামীর

টাকার অভাবে স্ত্রীকে টায়ার দিয়ে দাফন স্বামীর

আন্তর্জাতিক ডেস্ক : আবার সেই ভারতের ওড়িশা। ফের আরও এক অমানবিক ঘটনা। টাকার অভাবে টায়ার এবং ডালপালা দিয়ে স্ত্রীকে কবর দিতে হল মেঘু ভৌ নামে এক ব্যক্তিকে। তবে সমস্যাটা হয়েছিল তার মেয়েকে নিয়ে। তার জন্য আজ তাদের এই পরিণতি।

তাদের মেয়ে ভিন জাতে বিয়ে করেছিল। শাস্তিস্বরূপ কয়েকবছর আগে একঘরে করে দেওয়া হয়েছিল মেঘু ও তার গোটা পরিবারকে। তাই স্ত্রী সজনা মারা যাওয়ার কাউকে পাশে পেলেন না মেঘু। এমনকী আত্মীয়রাও পর্যন্ত পাশে দাঁড়াতে অস্বীকার করে। এই ঘটনার কয়েকমাস আগে অ্যাম্বুলেন্স না পেয়ে স্ত্রীর মৃতদেহ নিয়ে ১২ কিলোমিটার হেঁটেছিলেন দানা ওড়িশার মাঝি। ‌

১ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে