শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ০২:১৮:২৬

২৫ টি দেশে ১৪৪টি কোম্পানির মালিক ট্রাম্প!

২৫ টি দেশে ১৪৪টি কোম্পানির মালিক ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক: বিলিয়নেয়ার ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা ছড়িয়ে রয়েছে ২৫টি দেশে। ১৪৪টি কোম্পানির মালিক হবু মার্কিন প্রেসিডেন্ট। শিগগিরই তিনি ওভাল অফিসের দায়িত্ব নেবেন। তারপর বিশ্বজুড়ে তাঁর ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে তাঁর প্রশাসনিক বিদেশ নীতি। যা বাধ সাধতে পারে তাঁর সাম্রাজ্য বিস্তারে।

সাম্প্রতিক সম্পত্তির পরিমাণ জানাতে গিয়ে ট্রাম্প যে তালিকা পেশ করেছেন, তাতে তাঁর মালিকানাভুক্ত কোম্পানির সংখ্যা ১৪৪। এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকায় ২৫টি দেশে ছড়িয়ে রয়েছে তাঁর ব্যবসা। বিভিন্ন জায়গায় স্থানীয় স্বার্থের নিরিখে বদলেছে ট্রাম্পের কোম্পানির ধরন।

সংযুক্ত আরব আমিরশাহীতে ট্রাম্পের ব্যবসা জড়িত ম্যানেজমেন্টের সঙ্গে। রিয়েল এস্টেট প্রকল্পের ব্র্যান্ডিং-এর সঙ্গে ভারতে এসেছে ট্রাম্পের নাম। আবার ট্রাম্পের পানীয় বিক্রির কোম্পানি ছড়িয়ে রয়েছে ইসরায়েলে। ট্রাম্পের বেশকিছু ব্যবসায়িক ক্ষেত্রে ইতোমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে। আমেরিকায় মুসলিমদের ব্যান করার ডাক দেয়ার পর থেকেই ইস্তানবুল ট্রাম্প টাওয়ারের সমালোচনায় মুখর হয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।

আমেরিকার ইতিহাসে ট্রাম্পই ধনীতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। ফোর্বসের দেয়া তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় ২৬ হাজার কোটি টাকার মালিক। প্রেসিডেন্টের দায়িত্ব ও ব্যবসার ব্যাপ্তি একসঙ্গে সামলানো সমস্যা হবে না বলে অবশ্য জানিয়ে দিয়েছেন ট্রাম্প। সন্তানরাই তাঁর অবর্তমানে ব্যবসা দেখাশোনা করবে বলে জানিয়েছেন তিনি।-এই সময়

০২- ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে