শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ০৬:৪৬:২৩

প্রথম বিজয় সমাবেশে যে অঙ্গীকার ব্যক্ত করলেন ট্রাম্প

প্রথম বিজয় সমাবেশে যে অঙ্গীকার ব্যক্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার নির্বাচন পরবর্তী প্রথম বিজয় সমাবেশে আমেরিকার গভীর ক্ষত সারানোর অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, দেশের জনগণের ঐক্যবদ্ধ হওয়ার এবং গোঁড়ামি পরিত্যাগের কোন বিকল্প নেই।

ওহাইও’র একটি এলাকায় হাজার হাজার সমর্থকদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ‘আমরা খুবই বিভক্ত জাতি। কিন্তু আমরা দীর্ঘ দিন ধরে বিভক্ত থাকবো না।’তিনি আরো বলেন, ‘আমরা অভিন্ন ক্ষেত্র খুঁজবো এবং আমরা যথাযথভাবেই এ কাজ করে নেবো।’

তিনি বলেন, ‘আমরা সকল গোঁড়ামি ও পূর্বসংস্কারের নিন্দা জানাই এবং আমরা বর্জন ও বিভক্তির ভাষা প্রত্যাখ্যান করি।’

৮নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার ট্রাম্পের মন্ত্রিসভা গঠনে অন্তবর্তীকালীন টিম কাজ শুরু করে। ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার জন্য মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার পরিচালকের নামও ঘোষণা করেছে ট্রাম্পের অন্তবর্তীকালীন টিম। ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের মধ্যে বেশ কিছু বিতর্কিত রাজনীতিবিদ ও আমলা রয়েছেন।
 
২ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে