আন্তর্জাতিক ডেস্ক : নভেম্বর মাসে কয়েকদিনের জন্য ভারতের কলকাতায় একটু ঠান্ডার আমেজ আসলেও, ডিসেম্বরের শুরুতে সে আমেজ একেবারে উধাও। আবহাওয়া দফতরের কথা অনুযায়ী দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণী ঝড় নাডা’র কারণেই শীত জাঁকিয়ে পড়ছে না দক্ষিণবঙ্গে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৯.৭ ডিগ্রি।
এর মধ্যে অবশ্য নাডা আছড়ে পড়েছে তামিলনাড়ুতে। কিন্তু তা সত্বেও আগামী এক সপ্তাহে কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তনের কোনও আশ্বাস নেই। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বোচ্চ তাপমাত্রার পারদ পৌঁছাবে ৩০ ডিগ্রিতে।
সুতরাং এই পূর্বাভাস সত্যি হলে এই মুহূর্তে গরম জামাকাপড়ের কোনও দরকার পড়বে বলে মনে হয় না। অন্ততঃ আগামী সাতদিন। -এবেলা।
০৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম