যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য টেনেসির একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। শুক্রবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
সেভিয়ার কাউন্টির মেয়র ল্যারি ওয়াটার্স বলেন, ১২ জন সরাসরি আগুনে পুড়ে মারা গেছে। এক ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এই কাউন্টিতেই গেটলিনবার্গ নগরী অবস্থিত। এটি গ্রেট স্মোকি মাউন্টেইন ন্যাশনাল পার্কের প্রবেশপথ।
দমকা বাতাস ও শুকনা পাতার কারণে টেনেসির পূর্বাঞ্চলে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। এতে কয়েক হাজার স্থানীয় বাসিন্দা অন্যত্র চলে গেছে। অঞ্চলটিতে প্রায় এক দশক ধরে সবচেয়ে ভয়াবহ খরা চলছে।
ওয়াটার্স আরো জানান, দাবানলে প্রায় এক হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ আরো লাশের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। অগ্নিদগ্ধ ৮৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের অধিকাংশকেই ছেড়ে দেয়া হয়েছে।
টেনেসির গভর্নর বিল হাসলাম বলেন, পরিস্থিতি সামাল দিতে ১৬টি সরকারি সংস্থা কাজ করে যাচ্ছে।
০৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম