আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে একের পর এক পরাজয়ের সম্মুখীন হওয়ার কারণে ইউরোপের বিভিন্ন দেশে হামলা চালাতে পারে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস। ইউরোপের পুলিশ বাহিনী ইউরোপোল এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
ইউরোপোল জানিয়েছে, আইএসের বিদেশি জঙ্গিরা এখন অধিক হারে ইউরোপে ফিরে যাওয়ার চেষ্টা করবে। এমনকি হামলা চালাতে সক্ষম কয়েক ডজন জঙ্গি এরইমধ্যে ইউরোপের প্রবেশ করে থাকতে পারে বলেও জানিয়েছে ইউরোপোল।
গাড়িবোমা হামলা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো কৌশল অবলম্বন করতে পারে জঙ্গিরা।
তবে পরমাণু স্থাপনার মতো স্পর্শকাতর স্থাপনায় আইএসের হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছে ইউরোপোল।
ইউরোপোল বলেছে, ‘আইএস জঙ্গিরা’ সাধারণ মানুষকে টার্গেট করে হামলা চালাতে পারে। বিশেষ করে গত জুলাইয়ে ফ্রান্সের নিস শহরে এক ব্যক্তি যেভাবে সাধারণ মানুষের ওপর লরি চালিয়ে দিয়েছিল সে ধরনের ‘একক ব্যক্তির হামলা’ হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।
ইউরোপোল সতর্ক করে দিয়ে আরো বলেছে, ইউরোপের শরণার্থী শিবিরগুলোতে অবস্থানরত সিরিয়ার উদ্বাস্তুদেরকে জঙ্গিরা তাদের দলে ভেড়াতে পারে। এসব শিবিরে ছদ্মবেশী জঙ্গিরা অব্স্থান করছে বলেও জানানো হয়েছে।
ইউরোপের বিভিন্ন দেশে গত কয়েক বছরে আইএস জঙ্গিরা বেশ কিছু বড় ধরনের হামলা চালিয়েছে। সূত্র: ফক্স নিউজ, মিরর, ইন্ডিপেন্ডেন্ট
০৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম