শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ০১:৪২:২৯

ইরানের বিরুদ্ধে ফের দীর্ঘমেয়াদি মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা হুশিয়ারি ইরানের

ইরানের বিরুদ্ধে ফের দীর্ঘমেয়াদি মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা হুশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ বছর বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। বৃহস্পতিবার সিনেট সর্বসম্মতভাবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানোর পক্ষে ভোট দেয়। বিলটির পক্ষে ভোট পড়েছে ৮৯টি।

বিলটি পাসের পর তা হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে। ওবামা এতে স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে। কয়েকদিন আগে মার্কিন প্রতিনিধি পরিষদও প্রায় সর্বসম্মতভাবে বিলটি পাস করেছিল।

কংগ্রেস সদস্যরা আশা করছেন, ওবামার টেবিলে যাওয়ার পর বিলটিতে তিনি স্বাক্ষর করবেন। পরমাণু ইস্যুতে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সমঝোতা হওয়ার পরও মার্কিন কংগ্রেস এ বিল পাস করল। কংগ্রেস সদস্যরা তাদের ভাষায় বলছেন, তারা আরও এক দশকের জন্য এ বিল পাস করে ইরানকে এ কড়া বার্তা দিতে চান, আমেরিকার যেকোনো প্রেসিডেন্ট তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারেন। তবে ইরান বরাবরই সতর্ক করে আসছে, নিষেধাজ্ঞা নবায়ন করা হলে তা পরমাণু সমঝোতার লংঘন বলে ধরা হবে এবং ইরান পাল্টা ব্যবস্থা নেবে।

বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রকাশ্য এক সভায় বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলে তেহরান তার জবাব দেবে। এছাড়া ইরানের জাতীয় সংসদ মার্কিন কংগ্রেসের অনুরূপ ব্যবস্থা নেয়ার কথা বলেছে।

বৃহস্পতিবার সিনেটে আইনটি পাসের ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম গাসেমি বলেছেন, নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি পরমাণু চুুক্তির লংঘন। ইরানের বিরুদ্ধে ১ বছরমেয়াদি মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। তার আগেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল। গত বছর ইরানের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে চুক্তি করে ছয়টি বিশ্বশক্তি। এতে ইরানের পরমাণু প্রকল্প কাটছাঁটের বিনিময়ে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলা হয়। -রয়টার্স, এএফপি।
০৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে