শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ০১:৫৭:৩৪

বিজ্ঞাপনে মোদীর ছবি ব্যবহার করায় কত টাকা জরিমানা হল জানেন?

বিজ্ঞাপনে মোদীর ছবি ব্যবহার করায় কত টাকা জরিমানা হল জানেন?

আন্তর্জাতিক ডেস্ক: বাজারে আসার পর থেকেই জিও-র একের পরে এক বাউন্সারে প্রতিপক্ষ টেলিকম সংস্থাগুলিকে ঘায়েল করেছেন রিলায়েন্স কর্ণধার। জিও-র সঙ্গে সহযোগিতা না করায় বড়সড় অঙ্কের জরিমানাও গুনতে হয়েছে বেশ কয়েকটি টেলিকম সংস্থাকে। আর এবার নাকি জরিমানার মুখে খোদ জিও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন নাকি সফল করবে জিও, বাজারে ফ্রি ইন্টারনেট এবং ফ্রি কল সার্ভিসের অফার দিয়ে— এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন অম্বানী। হলও তাই। এমনকী ডিসেম্বরের পরে আরও তিন মাস ফ্রি-সার্ভিসের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয় জিও-র তরফে। তবে জিও-র প্রচার করতে গিয়ে বিজ্ঞাপনে যে নরেন্দ্র মোদীর ছবিই ব্যবহার করা হবে, তা নাকি কেউই জানতেন না। প্রধানমন্ত্রীর দফতর থেকেও নাকি তাঁর ছবি ব্যবহারের কোনও অনুমতি নেওয়া হয়নি।
গত বৃহস্পতিবার জিও-র বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন তথ্য-সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠোর।

সম্প্রতি জিও-র বিজ্ঞাপনে মোদীর ছবি ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে সমাজবাদী পার্টি। তার জবাব দিতে গিয়ে একথা জানায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

আর অনুমতি না নিয়ে প্রধানমন্ত্রীর ছবির ব্যবহারে শাস্তি কী হবে? ভারতীয় সংবিধানের 'Emblems and Name' আইন অনুযায়ী জরিমানা হতে চলেছে জিও-র। তবে এই জরিমানার পরিমাণটা কত জানেন? মাত্র ৫০০টাকা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। নিয়মভঙ্গের শাস্তিস্বরূপ মাত্র ৫০০ টাকা জরিমানা হয়েছে জিও-র। তবে নোটবাতিলের গেরোয় সেই টাকাটা নতুন নোটে না পুরনো নোটে দেওয়া হবে, সেটা কারও জানা নেই।-এবেলা
৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে