আন্তর্জাজিক ডেস্ক: নির্দিষ্ট নৃগোষ্ঠী নির্মূলের চেষ্টা করছে মিয়ানমার, বলছে মালয়েশিয়া । রাখাইন প্রদেশের মংডু এলাকায় সেনাবাহিনীর টহলের এই ছবিটি গত ২১শে অক্টোবর তোলা।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হচ্ছে মিয়ানমার একটি নির্দিষ্ট নৃগোষ্ঠীকে নির্মূলের চেষ্টা করছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঐ বিবৃতিতে বলা হয়েছে
প্রতিবেশী ও আন্তর্জাতিক কমিউনিটির সদস্য হিসেবে মালয়েশিয়ার দায়িত্ব যে আশিয়ান ভুক্ত দেশ হিসেবে মিয়ানমার যেন পরিস্থিতি আরো খারাপের দিকে না নিয়ে যায় সেক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখা। রবিবার সংহতি মিছিলকে সামনে রেখে দেশটি এই বিবৃতি দিল। ঐ মিছিলে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্ব দেয়ার কথা রয়েছে।
সেখানে আরো বলা হয়েছে মালয়েশিয়া সহ পার্শ্ববর্তী দেশগুলোতে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তাই রোহিঙ্গাদের পরিস্থিতি এখন আর অভ্যন্তরীণ বিষয় নেই, এটা একটা আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে। সেখানে একটি নির্দিষ্ট নৃত্তাত্বিকগোষ্ঠিকে নির্মূলের চেষ্টা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে শুক্রবার মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, মালয়েশিয়াকে আশিয়ান নীতি মেনে চলতে হবে এবং সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে দূরে থাকতে হবে। রোহিঙ্গা নিধনের প্রতিবাদে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মিয়ানমার দূতাবাসের দিকে মিছিল।
মিয়ানমারের এই বক্তব্যের পরেই মালয়েশিয়া তাদের অবস্থান পরিষ্কার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঐ বিবৃতি দেয়। "এই প্রচেষ্টা অবশ্যই বন্ধ করতে হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার জন্য এটা বন্ধ করতে হবে"- উল্লেখ করেছে মালয়েশিয়া।
এদিকে গতমাসে মিয়ানমারে সহিসংতার কারণে বাংলাদেশে অনেক রোহিঙ্গা মুসলমানদের পালিয়ে আসার খবর রয়েছে। -বিবিসি
৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর