শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ০৭:৫১:১২

সমুদ্রে বিধ্বস্ত হয়েছে সেই নিখোঁজ ইন্দোনেশীয় বিমান!

সমুদ্রে বিধ্বস্ত হয়েছে সেই নিখোঁজ ইন্দোনেশীয় বিমান!

আন্তর্জাতিক ডেস্ক : উড়ানের পথে মাঝ আকাশেই রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল বিমানটির। অবশেষে সমুদ্রে ভেঙে পড়লো সেই নিখোঁজ হওয়া ইন্দোনেশীয় পুলিশের একটি দুই ইঞ্জিনের যাত্রীবাহী বিমান।

আগে থেকেই আশঙ্কা ছিল বিমানটি ভেঙে পড়ার। ১৬ জন যাত্রী ছিল ওই বিমানটিতে। শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

এরপর আর বিমানটির কোনও খোঁজ মিলছে না। ইন্দোনেশিয়ার পাঙ্গকাল পিনাং থেকে সিঙ্গাপুরের বাটাম দ্বীপে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। বাটামের বাসিন্দাদের একাংশ বিস্ফোরণের শব্দ শুনেছিলেন।

তাদের সঙ্গে কথা বলার পরেই সমুদ্রে বিমানটির খোঁজ করতে শুরু করেন উদ্ধারকারীরা। দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি উদ্ধারকারীরা। তবে প্রাথমিক তদন্তের পরে অনুমান, ইঞ্জিনের জ্বালানির ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটায় এই দুর্ঘটনা ঘটেছে। কোনও যাত্রী মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন কি না, সেটাও তল্লাশি করে দেখা হচ্ছে।
৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে