শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ০৮:১৬:২২

একজোট হয়ে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান!

একজোট হয়ে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান!

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরের হিজবুল মুজাহিদিনের নেতা নিহত বুরহান ওয়ানি, তার মৃত্যুর কয়েকদিন আগে লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সাঈদকে ফোন করে একজোট হয়ে ভারতের বিরুদ্ধে লড়ার জন্যে আহ্বান জানিয়েছিল। খবর এবিপির।

বিতর্কিত সেই অডিও-র কথোপকথন ফাঁস হয়ে গেছে। অডিওতে শোনা গেছে, মৃত হিজবুল নেতা, সেসময় তার জঙ্গলের ডেরা থেকে লস্করের প্রধান হাফিজ সাঈদকে ফোন করেছিল। পাকিস্তানে থাকা লস্কর নেতার সঙ্গে ছক কষে ভারতের বিরুদ্ধে একজোট হয়ে লড়ার পরিকল্পনা করেছিল এই দুই নেতা।

বুরহান ওয়ানি ছিল, কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের মুখ। ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে তার মৃত্যুর পর উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকার পরিস্থিতি। ব্যাহত হয়ে সাধারণ জনজীবন। পাথরবৃষ্টি, গুলির লড়াই হয়ে দাঁড়ায় নিত্যদিনের ঘটনা। গত জুলাইয়ে বুরহানের মৃত্যুর পর এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি জম্মু-কাশ্মীরের।

প্রসঙ্গত, তিনদশক ধরে উপত্যকা সাক্ষী থেকেছে জঙ্গি সংগঠনগুলোর নিজেদের মধ্যে দ্বন্দ্বে। কিন্তু বুরহানের এই সিদ্ধান্ত যে হিজবুল ও লস্কর একজোট হয়ে ভারতের বিরুদ্ধে লড়ুক, নিঃসন্দেহে দীর্ঘদিনের পুরানো ভাবনাকে বড় ধাক্কা দিয়েছে।

এমনকি ওয়ানি, সাঈদের কাছে আর্জি রেখেছিল, লস্কর যেন তাদের সংগঠনের সদস্যদের অস্ত্র, টাকা দিয়ে সাহায্য করে। বুরহানকে তার ভাবনার জন্যে প্রশংসা জানিয়ে লস্কর প্রধান জানায়, তাদের সবরকম ভাবে হাফিজের লস্কর-ই-তৈবা সাহায্য করতে প্রস্তুত।

ওয়ানি লস্কর প্রধানের এই আশ্বাসবার্তার পরিবর্তে বলে, তাদের শত্রুরা উপত্যকায় অনেকটাই কোনঠাসা হয়ে গেছে। এখন এই পরিস্থিতি বজায় রেখে, সারা ভারত জুড়ে সন্ত্রাস আতঙ্ক ছড়িয়ে দিতে চায় সে। আর এরজন্যে হিজবুল এবং লস্কর, এই দুই জঙ্গি সংগঠনকে একজোট হয়ে কাজ করতে হবে, এই ছিল কথোপকথনের মূল বিষয়।
৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে