শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ০৯:১৯:৫৬

মিয়ানমার সীমান্তে জঙ্গি হামলা, নিহত ১ সেনা

মিয়ানমার সীমান্তে জঙ্গি হামলা, নিহত ১ সেনা

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিদের হামলায় নিহত আসাম রাইফেলসের ভারতীয় সেনা৷ এলোপাথাড়ি গুলিতে জখম আরও ৯ সেনা৷ ঘটনা অরুণাচল প্রদেশের খোনসা এলাকার৷ তিরাপ জেলার খোনসা এলাকাটি মিয়ানমার সীমান্ত লাগোয়া৷

সেই এলাতেই শনিবার সন্ধ্যার পর আসাম রাইফেলসের সেনাদের উপর হামলা চালানো হয়৷ এ খবর জানাচ্ছে সংবাদ সংস্থা এএনআই৷ গত পয়লা ডিসেম্বর খোনসা এলাকার লুংলং গ্রামে অভিযান চালানো হয়৷ ধরা পড়ে স্বঘোষিত খোনসা জঙ্গি কমান্ডার ও কয়েকজন এনএসসিএন (রিফর্মিস্ট) জঙ্গি৷

উদ্ধার করা হয় বেশকিছু অস্ত্র৷ এর বদলা নিতেই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে৷ এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়েছে৷ দুর্গম সীমান্ত এলাকা হওয়ায় সীমান্ত পার করে মায়ানমারে প্রবেশ করতে পারে জঙ্গিরা৷ সীমান্তের ওপারেই পড়ছে মায়নমারের কাচিন ও সাগিয়াং প্রদেশ৷

অরুণাচল প্রদেশের তিরাপ জেলার খোনসায় বিশেষ প্রভাব রয়েছে নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন (খাপলাং)-এর৷ এদেরই ঘনিষ্ট এনএসসিএন (রিফর্মিস্ট) বা এনএসসিএন(আর)৷
৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে