শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ১০:৩৬:৩০

চীনে জোড়া বিস্ফোরণে নিহত ৩৫

চীনে জোড়া বিস্ফোরণে নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : দু’‌টি পৃথক কয়লাখনিতে দুর্ঘটনায় চীনে মৃত্যু হল কমপক্ষে ৩৫ জনের। প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। হেইলংজিয়াংয়ে একটি খনিতে বিস্ফোরণে প্রাণ হারান ২১ জন। মঙ্গলবার রাত থেকে ওই খনি থেকে দাহ্য গ্যাস বেরচ্ছিল। সেটা কর্তৃপক্ষকে জানিয়েওছিলেন শ্রমিকরা।

তবে অভিযোগ, সেই খবরে নাকি বিশেষ গুরুত্ব দেয়নি খনি কর্তৃপক্ষ। এখনও কমপক্ষে ২২জন ওই খনিতে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। এদিকে শনিবার সকালে উত্তর মঙ্গোলিয়ার একটি খনিতে বিস্ফোরণে ১৭ জন প্রাণ হারান।

কতজন আটকে আছেন, এখনও জানা যায়নি। এখানেও উদ্ধারে সেনা নেমেছে। তবে খারাপ আবহাওয়ার জন্য এখনও পুরোদমে উদ্ধার কাজ শুরু করা যায়নি। আহতদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। কোনও সুড়ঙ্গে কেউ আটকে আছেন কি না জানার জন্য ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পরেই সরব হয়েছে চীনের মানবাধিকার সংগঠনগুলি। তাদের দাবি, খনিগুলি যে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে, সেটা আগেই বহুবার জানানো হয়েছিল। কিন্তু তাতে কান দেয়নি খনিমালিকদের সংগঠন। খনির মালিকের কড়া শাস্তির দাবি উঠেছে।‌ আজকাল
৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে