আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাবেক মহাসচিব ও মিয়ানমারের রোহিঙ্গাবিষয়ক কমিশনের প্রধান কফি আনান গতকাল শনিবার দুপুরে মংডু এলাকার কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে ওই এলাকায় বর্বরতার শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে পারেননি তিনি, যদিও কথা বলতে অনেক রোহিঙ্গা সেখানে জড়ো হয়েছিল।
কিন্তু জড়ো হওয়া রোহিঙ্গাদের সরিয়ে নিয়ে যান সন্ত্রাসী ও বৌদ্ধ সেনা সদস্যরা। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু কেয়ারিপ্রাং এলাকার কয়েকজন রোহিঙ্গা (নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা হলো না) জানায়, সকাল (শনিবার) থেকে তাদের এলাকায় সেনা সদস্যরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করেন।
এ ঘটনায় রোহিঙ্গাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। এর পরও বেশ কিছু রোহিঙ্গা সাহস করে জড়ো হয়েছিল কফি আনানসহ কমিশনের সদস্যদের কাছে নির্যাতনের চিত্র তুলে ধরার জন্য। কিন্তু সেনা সদস্যরা তা বুঝতে পেরে তাদের সরিয়ে নেন। অনেককে পাশের একটি স্কুলে আটকে রাখেন তাঁরা।
এদিকে কফি আনান মংডুতে পৌঁছার খবর পেয়ে ওই এলাকার রাখাইন সম্প্রদায়ের কট্টরপন্থী লোকজন বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভে অংশ নেওয়া লোকজন আনান কমিশনের বিরুদ্ধে স্লোগান তুলে এক্ষুনি রাখাইন রাজ্য ছেড়ে যাওয়ার দাবি জানায়। তবে সেনা সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দেয়নি বা সরে যেতেও বলেনি।
৪ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর