আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা মুসলিমদের অধিকার আদায় ও গণহত্যার বিরুদ্ধে সরব ভূমিকা পালনের জন্য মালয়েশিয়ার প্রতি কৃজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে বিশ্বব্যাপী রোহিঙ্গা সংগঠনের নেতারা।
মঙ্গলবার বিশ্বব্যাপী রোহিঙ্গাদের ১৪টি সংগঠনের নেতারা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ‘দৃঢ়ভাবে আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং মায়ানমারে রোহিঙ্গাদের ‘গণহত্যার’ বন্ধে প্রতিবাদী ভূমিকার জন্য বিশ্বব্যাপী রোহিঙ্গা জনগণের পক্ষ থেকে আমরা নিম্নস্বাক্ষরকারী রোহিঙ্গা সংগঠন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের প্রতি কৃজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।’
এতে বলা হয়, ‘আমরা একই সঙ্গে মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আব্দুল হাদী আওয়াংসহ দেশটির মুসলিম ভিত্তিক দলের শীর্ষ নেতাদের ও মালয়েশিয়ার সকল জনগণকে আমাদের ধন্যবাদ প্রসারিত করতে চাই।’
বিবৃতিতে বলা হয়, ‘আপনাদের এই প্রতিবাদী ভূমিকায় আমরা রোহিঙ্গারা নৈতিক অনুপ্রেরণা অনুভব করছি। সাম্প্রতিক সংকট শুরু হওয়ার পর রোহিঙ্গাদের ন্যায়বিচারের জন্য রাষ্ট্রের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সরব ভূমিকা আমাদের প্রেরণা যুগাচ্ছে।’
মায়ানমারের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের 'গণহত্যা' বন্ধে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রবিবার বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন। সমাবেশে সহিংসতা বন্ধে চাপ বাড়ানোর জন্য তিনি এশিয়ার প্রতিবেশি এবং বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানোর জন্য মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী দাতুক আহমদ জাহিদ হামিদির প্রতিও কৃতজ্ঞা প্রকাশ করা হয়।
এতে আরো বলা হয়, ‘রাখাইনের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। আমরা প্রতিদিন নারী ও শিশুসহ রোহিঙ্গাদের নিহত হওয়ার খবর পাচ্ছি। আমাদের জনগণের গণহত্যা বন্ধ করার জন্য আমরা মালয়েশিয়ার সরকারকে নিম্নলিখিত পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করছি।’
নিম্ন স্বাক্ষরকারীরা হলেন:
১. বার্মিজ রোহিঙা অর্গানাইজেশন ইউকে
২. ব্র্যাডফোর্ড রোহিঙ্গা কমিউনিটি
৩. বার্মিজ রোহিঙা কমিউনিটি, ডেনমার্ক
৪. বার্মিজ রোহিঙা এসোশিয়েশন, জাপান
৫. বার্মিজ রোহিঙা কমিউনিটি, অস্ট্রেলিয়া
৬. জার্মানি রোহিঙ্গা কমিউনিটি
৭. সুইজারল্যান্ড রোহিঙ্গা কমিউনিটি
৮. রোহিঙ্গা অর্গানাইজেশন, নরওয়ে
৯. ফিনল্যান্ড রোহিঙ্গা কমিউনিটি
১০. রোহিঙ্গা কমিউনিটি, ইতালি
১১. রোহিঙ্গা কমিউনিটি, সুইডেন
১২. রোহিঙ্গা সোসাইটি, নেদারল্যান্ডস
১৩. রোহিঙ্গা সোসাইটি, মালয়েশিয়া
১৪. রোহিঙ্গা আরাকান শরণার্থী কমিটি
০৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম